ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভিক্ষুক পুনর্বাসন

প্রকাশিত: ০৯:২৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ভিক্ষুক পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৩৫ ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১টি গাভী, ১০০ কেজি চাল ও নগদ ৪ হাজার ৫শ’ করে প্রদান করেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক, সার্বিক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। জেলা প্রশাসক বলেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার। তিনি আরও বলেন, ভিক্ষাবৃত্তি একটি স্বাধীন জাতির জন্য মর্যাদাহানিকর।
×