ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী বারের নির্বাচন

প্রকাশিত: ০৯:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 রাজশাহী বারের নির্বাচন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বার সমিতির নির্বাচনে এবার আওয়ামী লীগপন্থী প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছে বিএনপিপন্থীরা। আর মাত্র পাঁচটিতে জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীরা। গত দুই বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়ে আসছিল ক্ষমতাসীনরা। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ভোটের ফল ঘোষণা করা হয়। এবার নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪২ প্রার্থী অংশ নেন। প্যানেল দুটি হলো- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগপন্থী) ব্যানারে আবু বাকার-বজলে তৌহিদ আল হাসান বাবলা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থী) মোজাম্মেল হক-পারভেজ তৌফিক জাহেদী প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (বিএনপি)। সাধারণ সম্পাদক হয়েছে পারভেজ তৈফিক জাহেদী (বিএনপি)। এছাড়াও তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একে মিজানুর রহমান (বিএনপি), মাহাবুল ইসলাম (বিএনপি) ও অশিত কুমার শান্যাল (আওয়ামী লীগ)। দুইজন যুগ্ম- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ইতি (বিএনপি) ও সাজেমান আলী (আওয়ামী লীগ)। এছাড়াও হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মামুন (বিএনপি), লাইব্রেরি সম্পাদক রিয়াজ উদ্দিন (বিএনপি), সম্পাদক অডিট আজিমুসান উজ্জল (বিএনপি), সম্পাদক প্রেস এ্যান্ড ইনফরমেশন হাসিবুল ইসলাম কচি (আওয়ামী লীগ), সম্পাদক ম্যাগাজিন এ্যান্ড কালচার রজব আলী (বিএনপি)। পটুয়াখালী নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আনছার আলী বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা হচ্ছেন- সভাপতি পদে মোঃ ওবায়দুল আলম, সহ-সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান (২), সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ মোহসিন, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে একে এম মেহেদী হাসান ও মোঃ জিয়াউর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে মোঃ রিয়াজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান (৩), সদস্য পদে কাজী দুলালুর রহমান ও এ্যাডঃ মোঃ ওমর কাইয়ুম। মানিকগঞ্জ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আওয়ামী লীগ এবং সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। নির্বাচিতরা হলেন ঃ সভাপতি জামিলুর রশিদ খান (বিএনপি), সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর(বিএনপি), অর্থ সম্পাদক কাজী শরিফ উদ্দিন মিজান (বিএনপি), পাঠাগার সম্পাদক মোঃ আরশেদ আলী (আওয়ামী লীগ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা (বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কবির প্রধান (আওয়ামী লীগ), নিরীক্ষক মোঃ রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) ও মতিয়ার রহমান জাকা (বিএনপি), কার্যনির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক (আওয়ামী লীগ), মোঃ হাসান সাঈদ (আওয়ামী লীগ), মোহাম্মদ আওলাদ হোসেন (বিএনপি), মোঃ রুবেল হোসেন (বিএনপি)ও মোঃ মাহফুজুর রহমান মিটুল (আওয়ামী লীগ)। শেরপুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৩ পদের মধ্যে সভাপতিসহ ৯ পদে সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ সাধারণ সম্পাদকসহ ৪ পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার নারায়ণ চন্দ্র হোড় ওই ফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক ঐক্যপরিষদের এমকে মুরাদুজ্জামান। এর মধ্য দিয়ে একেএম মোছাদ্দেক ফেরদৌসী ৬ দফায় সভাপতি ও এমকে মুরাদুজ্জামান ৪ দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। নির্বাচিত অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি হরিদাস সাহা ও মজিবর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর ও নুরুল ইসলাম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আমিনুল ইসলাম মমিন, অডিটর হারুন-অর-রশিদ মোল্লা, নির্বাহী সদস্য তাজুমুল ইসলাম তাজুল, জান্নাতুল ফেরদাউস শিবলী, হাসনাঈন ফাহিম ও মোঃ রেজুয়ান উল্লাহ।
×