ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকাসহ আটক সেই সাব-রেজিস্ট্রার সাসপেন্ড

প্রকাশিত: ০৯:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ঘুষের টাকাসহ আটক  সেই সাব-রেজিস্ট্রার সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৮ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ হাতে-নাতে আটক সেই সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ওই সাব-রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্তাদেশ সম্প্রতি প্রেরণ করেছে। জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা বরখাস্তাদেশ সংক্রান্ত এ তথ্য জানান। জানা যায়, কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে হয়রানিসহ জমি রেজিস্ট্রিতে সরকারী নির্ধারিত ফি ছাড়াও দলিল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে গত বছরের ৭ নবেম্বর কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাকারিয়ার নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলামকে ঘুষের এক লাখ ৪ হাজার ৪শ’ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার ও পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে কারাগারে পাঠানো হয়। প্রায় এক মাস পর জামিনে মুক্ত হয়ে সুব্রত কুমার সিংহ স্বপদে বহাল হন। কিন্তু চাকরিতে যোগদান করলেও তার শেষ রক্ষা হলো না। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ সচিব (দায়িত্বপ্রাপ্ত) গোলাম সারওয়ার স্বাক্ষরিত পত্রে কুষ্টিয়া সদর সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ গ্রেফতার ও কারাগারে আটক থাকায় সরকারী চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক আটকের তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়। এর আগে অফিস সহকারী রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত হন।
×