ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গভীর রাতে বাড়িতে অগ্নিকান্ড ॥ রক্ষা পেল ৫ সদস্য

প্রকাশিত: ০৯:২৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 নওগাঁয় গভীর  রাতে বাড়িতে অগ্নিকান্ড ॥  রক্ষা পেল  ৫ সদস্য

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ ফেব্রুয়ারি ॥ নওগাঁয় গভীর রাতে অগ্নিকান্ডে মাটির দো-তলা একটি বাড়ি পুড়ে টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দুই শিশুসহ পরিবারের ৫ সদস্য। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টার দিকে নওগাঁ সদর উপজেলার কুয়ানগর কসবা গ্রামে আবুল হোসেনের বাড়িতে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে শুক্রবার থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার কুয়ানগর কসবা গ্রামের মৃত মহিম উদ্দীন সরদারের ছেলে আবুল হোসেন সরদারের বাড়িতে বৃহস্পতিবার রাত ১টার দিকে দ্বিতীয় তলার জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে হাকিম (৩২) ও তার বন্ধু বাবু। আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করলে সঙ্গে সঙ্গে আশ-পাশের লোকজন এসে চিৎকার দিয়ে বাড়ির ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশুসহ ৫ সদস্যকে বের করে নিয়ে আসে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দো-তলা হওয়ায় চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয় তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই বাড়িতে থাকা আসবাবপত্র ধান, চাল ও কাপড়সহ একটি ট্রাঙ্কে রক্ষিত নগদ টাকা ও জমির দলিল-পত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
×