ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী পুরুষ আটক

প্রকাশিত: ০৯:২৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 মহেশখালীতে ১৬  রোহিঙ্গা নারী পুরুষ আটক

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী ২৮ ফেব্রুয়ারি ॥ কক্সবাজারের মহেশখালী থানা পুুলিশ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ১৬ নারী পুরুষকে আটক করেছে। এ সময় রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী আরও একটি ট্রলার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের দিকে ফেরত নিয়ে গেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে সন্ধ্যার পর থেকে কিছুক্ষণ পর পর কাঠের তৈরি যাত্রীবাহী বোটে রোহিঙ্গা যাওয়া-আসা করে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে তথ্য ছিল এ রকম ট্রলারে করে কক্সবাজার ঘাট থেকে ট্রলারযোগে মহেশখালী প্রবেশ করছিল বেশকিছু রোহিঙ্গা। পরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ ধরের নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার-মহেশখালী নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে। অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশে ছেড়ে আসা রোহিঙ্গা পরিবহনকারী একটি ট্রলারকে মাঝ নদী থেকে রাতেই কক্সবাজারের দিকে ফিরিয়ে নেয়া হয়।
×