ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইপড়া কর্মসূচী

খুলনার ৩৩৪১ শিক্ষার্থী পুরস্কার পেল

প্রকাশিত: ০৯:২৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 খুলনার ৩৩৪১  শিক্ষার্থী  পুরস্কার পেল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিশ্বসাহিত্যকেন্দ্র পরিচালিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্কুল ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচীর আওতায় ২০১৯ শিক্ষাবর্ষে খুলনা মহানগরীর ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩৪১ শিক্ষার্থীকে উল্লেখযোগ্য সংখ্যক বই পড়ার জন্য গ্রামীণফোনের সহেযাগিতায় চার ক্যাটগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার খুলনা পিটিআই প্রাঙ্গণে দুই পর্বে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ। অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুল হক খান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ আব্দুন নূর তুষার, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মেহেরুন নেছা, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন প্রমুখ। অতিথিরা বলেন, আলোকিত মানুষ তৈরিতে বইয়ের কোন বিকল্প নেই। বইপড়ে নিজকে জানতে হবে, বিশ্বকে জানতে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন স্কুলে বই পৌঁছে দিচ্ছে এটি খুব ভাল উদ্যোগ উল্লেখ করে অতিথিরা নতুন প্রজন্মকে বেশি করে বই পড়ায় উৎসাহ দিতে অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বইপড়া কর্মসূচীর আওতায় খুলনা মহানগরীর ৪৩ স্কুলের ৩৩৪১ শিক্ষার্থীকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক এই চার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পর্বে ১৮ স্কুলের ১৬৩৯ শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ২৫ স্কুলের ১৭০২ শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। তাদের মধ্যে স্বাগত ১৮০৪ জন, শুভেচ্ছা ৯৭৮ জন, অভিনন্দন ৪৬২ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৯৭ জন। সেরাপাঠক পুরস্কার বিজয়ী ৯৭ জনের মধ্যে লটারির মাধ্যমে ১০ জনকে প্রদান করা হয় দুই হাজার টাকা সমমূল্যের বইয়ের একটি বিশেষ পুরস্কার।
×