ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৫ লাখ টাকার সিগারেট আটক

প্রকাশিত: ০৯:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৫ লাখ টাকার সিগারেট আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে প্রায় ৩৫ লাখ টাকার ১৮শ কার্টন সিগারেট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এগুলো মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এনএসআই টিম এবং কাস্টমস শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা সিগারেটগুলো আটক করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে শুক্রবার সকালে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৪৮’ ফ্লাইটে আসে ৭০৫ কার্টন সিগারেট। গোপন তথ্য থাকায় গোয়েন্দা কর্মকর্তারা অভিযান চালিয়ে এগুলো আটক করেন। এরমধ্যে যাত্রী মো. ইকবাল কবিরের কাছে ১৪৫ কার্টন, সাইফুল ইসলামের কাছে ২৮০ কার্টন, মো. সুমনের কাছে ২৮০ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের মূল্য প্রায় ২ হাজার টাকা দরে মোট সিগারেটের মূল্য প্রায় ১৪ লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ১ হাজার ৯৫ কার্টন সিগারেট। এগুলো আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে। শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা যাত্রী মো. সোহেল রানার কাছে ৩শ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ৪০ কার্টন, আবদুল আজিমের কাছে ৩শ কার্টন এবং কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন সিগারেট পাওয়া যায়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় আরও ২৬০ কার্টন সিগারেট। উদ্ধার হওয়া সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক সিগারেটগুলো কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
×