ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ বছর নিষিদ্ধ সান ইয়াং

প্রকাশিত: ০৯:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ৮ বছর নিষিদ্ধ সান ইয়াং

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের অলিম্পিক সাঁতারু চ্যাম্পিয়ন সান ইয়াং ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ডোপ টেস্ট মিস করায় তাকে এই বড় শাস্তি পেতে হয়েছে। আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন (ফিনা) ২৮ বছর বয়সী এ চাইনিজ সাঁতারুকে প্রাথমিকভাবে অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) ক্রীড়া আইন-সালিশ ও নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীল করার পরই এই নিষেধাজ্ঞা পেয়েছেন সান। ডোপ টেস্টে পজিটিভ না হয়েও এমন বড় শাস্তি পাওয়ার ঘটনা বিরল। মূলত ২০১৮ সালের সেপ্টেম্বরে ডোপ টেস্ট মিস করাতেই তাকে এমন শাস্তির মুখে পড়তে হলো। যদিও গত নবেম্বরে হওয়া আপীলের শুনানিতে ডোপ পরীক্ষা মিস করার কারণ হিসেবে দাবি করেছিলেন, তার বাড়ি গিয়ে পরীক্ষকরা তাদের পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হন। সে সময় নিজের রক্তের নমুনা ভর্তি কন্টেইনার হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেয়ার অভিযোগও অস্বীকার করেন।
×