ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস স্পোর্টস কমপ্লেক্সের কাজ

প্রকাশিত: ০৯:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস স্পোর্টস কমপ্লেক্সের কাজ

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের বাইরের সঠিক পরিকল্পনা আর সুযোগ-সুবিধায় যেন পূর্ণাঙ্গ এক পেশাদার ক্লাবে পরিণত হয়েছে বসুন্ধরা কিংস। এগিয়ে চলছে তাদের স্পোর্টস কমপ্লেক্সের কাজ। যা পূর্ণতা পেলেই শুধু পুরুষ আর নারী দল নয়, একাডেমি গড়ার জন্য বয়সভিত্তিক দলগুলোকে নিয়েও কাজ শুরু করবে ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা কিংস। আসলো, দেখলো, জয় করল। দেশের ফুটবলে নামটা যে বসুন্ধরা কিংসের, তা বলার আর অপেক্ষা রাখে না। পেশাদার মোড়কের দ্বিতীয় আসরেই পেশাদারিত্বের রোল মডেল এখন কিংস। আর সবকিছুতেই চ্যাম্পিয়নদের আদর্শ ইউরোপিয়ান ক্লাবগুলো। নিজস্ব ক্লাব টেন্ট, জিম, অনুশীলন মাঠ, যার পাশেই পরিপূর্ণতার অপেক্ষায় পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স। ৫৫ বিঘা থেকে পূর্ণতা দিতে বাড়িয়ে এখন কমপ্লেক্স হচ্ছে ২২০ বিঘায়। যেখানে থাকবে ২০টি ডিসিপ্লিন। হয়তো সেই অপেক্ষাটা বছর খানেকের। পরের মৌসুমেই ঘরোয়া ফুটবলে অনুশীলন মাঠটি পরিণত হচ্ছে তাদের হোম ভেন্যুতে (বর্তমান হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম)। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, লিভারপুল কিংবা জুভেন্টাসের মতো ফুটবলার তৈরির কারিগর হতে চায় কিংস। কাগজে-কলমে, কিংবা পারফর্মেন্স, সবদিক থেকেই ক্লাব যথেষ্ট ধারাবাহিক। অবকাঠামোর পাশাপাশি কোচিং স্টাফদের সংখ্যায়ও সবাইকে পেছনে ফেলেছে তারা। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মিডিয়াতেও সবার থেকে এগিয়ে বসুন্ধরা কিংস। শুধু মূল দল নয়, বয়সভিত্তিক কিংবা নারী দল, পেশাদারিত্বে ছাড় নেই বিন্দুমাত্র।
×