ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বছর পর টি২০তে থিসারা

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 এক বছর পর টি২০তে থিসারা

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছর পর টি২০ দলে ফিরলেন থিসারা পেরেরা। এই অলরাউন্ডারের সঙ্গে শ্রীলঙ্কা দলে ফিরেছেন পেসার নুয়ান প্রদীপ ও স্পিন অলরাউন্ডার শেহান জয়সুরিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট শ্রীলঙ্কা। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাক্সে, দানুশকা গুনাথিলাকা ও ওশাদা ফার্নান্দো। গত বছরের মার্চে শেষ টি২০ খেলেছিলেন থিসারা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সুযোগ পাননি ফর্ম খরায়। নিরাপত্তা শঙ্কায় না বলেছিলেন পাকিস্তান সফরকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি কার্যকর ইনিংস খেলেছেন থিসারা। নতুন বলে বোলিংয়ে ভাল করেছেন। তার সঙ্গে অলরাউন্ডার হিসেবে দলে আছেন এ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা। ভারতের বিপক্ষে না থাকা অভিজ্ঞ পেসার প্রদীপও দলে ফিরেছেন। পেস আক্রমণে তার সঙ্গী অধিনায়ক লাসিথ মালিঙ্গা, লাহিরু“কুমারা ও ইসুরু উদানা। ৪ ও ৬ মার্চ পাল্লেকেলেতে হবে দুই দলের টি২০ লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা টি২০ দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান দিকওয়েলা (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, শিহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান, ইসুরু উদানা, এ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
×