ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ হিরু-রিপনকে সংবর্ধনা দেবে জবি একাউন্টিং

প্রকাশিত: ০৯:৪৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 আজ হিরু-রিপনকে সংবর্ধনা দেবে  জবি একাউন্টিং

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন কাজী নজিবুল্লাহ হিরু। তার আগে নবেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন কামরুল হাসান রিপন। দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বর্তমানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় নজিবুল্লাহ হিরু এবং কামরুল হাসান রিপনকে সংবর্ধনা দিবে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এলামনাই এ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক এনআই আহমেদ সৈকত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান চপল বিষয়টি নিশ্চিত করেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। এ প্রসঙ্গে এনআই আহমেদ সৈকত বলেন, ‘হিরু (নজিবুল্লাহ) ভাই গুণী ব্যক্তি। দেশরতœ শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। এছাড়া রিপন ভাইকেও যথাযথভাবে মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা। গত বছর শুদ্ধি অভিযানের কঠিন সময়ে স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় তাকে। এক সময়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে দাপটের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তারা। সুদক্ষ নেতৃত্বগুণ ও সীমাহীন ত্যাগের পুরস্কার হিসেবেই হিরু-রিপন ভাই আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন। তারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব, অহঙ্কার। তাদের জন্য সংবর্ধনার আয়োজন করতে পেরে আমরা একাউন্টিং এলামনাই এ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যই বেশ আনন্দিত।’ গত বছরের ১৬ নবেম্বর ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে কামরুল হাসান রিপনের নাম ঘোষণা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সভাপতি।
×