ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার গ্যাস-বিদ্যুত-পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে- রিজভী

প্রকাশিত: ০৯:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 সরকার গ্যাস-বিদ্যুত-পানির দাম বাড়িয়ে জনগণের  পকেট কাটছে- রিজভী

সাধারণ মানুষের কথা বিবেচনা না করে সরকার গ্যাস বিদ্যুত ও পানির দাম আবারও বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার গ্যাস-বিদ্যুত-পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে এই নিয়ে ৯ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম। বারবার বিদ্যুতের দাম বাড়ানোর ফলে দেয়ালে পিঠ ঠেকেছে সাধারণ মানুষের। শিল্প মালিকদেরও ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা। দেশীয় শিল্পকারখানা ধ্বংস করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধের মাধ্যমে দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে। রিজভী বলেন, দেশে লুটপাটের বড় অনুষঙ্গ কুইক রেন্টাল।
×