ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শীর্ষ নেতাদের অনীহা

জবি ক্যাম্পাসে কার্যক্রম নেই ছাত্রলীগের

প্রকাশিত: ০৯:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 জবি ক্যাম্পাসে  কার্যক্রম নেই  ছাত্রলীগের

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ কমিটি নেই এক বছরেরও অধিক সময়। গত বছর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়। এ ঘটনার জেরে গত বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জুলাইয়ে শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আট মাস এবং কমিটি বিলুপ্তির এক বছর পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করেনি কেন্দ্রীয় সংসদ। মূলত ‘মাই-ম্যান’ খুঁজতে গিয়েই বর্তমান কমিটির দুই শীর্ষ নেতা সংগঠনটির অতি গুরুত্বপূর্ণ এই শাখা কমিটি দিতে গড়িমসি করছেন। এতে সুপার ফাইভ ইউনিট খ্যাত জবি শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ দিন শাখা ছাত্রলীগের কমিটি না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। অনেকে নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নিচ্ছেন।
×