ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেঘনা গ্রুপের নয়টি শিল্প-কারখানার আজ উদ্বোধন

প্রকাশিত: ০৯:৫১, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 মেঘনা গ্রুপের নয়টি শিল্প-কারখানার আজ উদ্বোধন

আজ ২৯ ফেব্রুয়ারি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তিনটি নবনির্মিত নয়টি শিল্প কারখানার একত্রে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত মেঘনা ইকোনমিক জোনে তিনটি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে তিনটি, আনন্দবাজারে দুটি ও মেঘনাঘাটে অপর একটি শিল্প কারখানার শুভ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এবং বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার এ্যান্ড কমার্স (এফবিসিসিআই) এর সম্মানিত প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। শিল্প কারখানাগুলো হলো: ১. মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ॥ জার্মানি, ফ্রান্স, থাইল্যান্ড, চীন এবং ভারতের সর্বাধুনিক মেশিনারি দ্বারা প্রস্তুত সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ কারখানায় বাংলাদেশে প্রথম দানাদার চিনির সঙ্গে তরল চিনি উৎপাদিত হচ্ছে। দৈনিক ৩৫০০ টন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এ শিল্পে ১০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি নেপাল এবং ভুটানে এ পণ্য রফতানি করা হবে। ২. সোনারগাঁ সীড্্ ক্রাশিং মিলস্্ লিমিটেড জার্মানি, সুইডেন, ব্রাজিল, ইতালি, চীন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের আধুনিক মেশিনারি দ্বারা প্রস্তুত বাংলাদেশের বৃহত্তম এ সীড্্ ক্র্যাশিং মিলে বাংলাদেশে প্রথমবারের মতো লিকুইড লেসিথিনের পাশাপাশি পাউডার লেসিথিন এই কারখানা থেকে উৎপাদিত হচ্ছে, যা বেকারী, ওষুধ শিল্প কারখানা, ডেইরি এবং ফিডের অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত। এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৫৫০০ টন, এখানে ৬০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি দক্ষিণ এশিয়া, ইউরোপ, ভারত এবং চীনে এ পণ্য রফতানি করা হবে। ৩. মেঘনা বলপেন এ্যান্ড এক্সেসরিজ এমএফজি লিমিটেড ॥ দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারতের আধুনিক স্বয়ংক্রিয় মেশিনে উন্নতমানের বলপেন তৈরির এ কারখানায় প্রতিদিন ৯ লাখ বলপেন উৎপাদিত হচ্ছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি নেপাল এবং ভিয়েতনামে এ বলপেন রফতানির সুযোগ রয়েছে। এখানে ৩০০ লোকের কর্মসংস্থান হয়েছে। ৪. মেঘনা নুডুলস এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড ॥ জাপান, চীন এবং ইউরোপের অত্যাধুনিক প্রযুক্তিতে (state-of-the art technology) প্রস্তুত এ শিল্পে বার্ষিক ৪০০০০ টন বিস্কুট, ১৯০০ টন কেক, ২০০০০ টন নুডুলস, ৪০০০ টন ওয়েফার, ৮০০০ টন চকলেট, ৪০০০ টন ¯েœকস, ১২০০০ টন চানাচুর এবং ৬৫০০ টন কেনডি ও ললিপপ তৈরি হচ্ছে। এখানে ৪০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৫. সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ॥ চীন এবং ভারতের আধুনিক স্বয়ংক্রিয় মেশিনারি দ্বারা নির্মিত এ কারখানা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সকল শিল্প প্রতিষ্ঠানের প্রিন্টিং এবং প্যাকেজিং সল্যুশন হিসেবে কাজ করবে। দৈনিক ৪৪২০০০ পিস কার্টুন ও প্যাকেজ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই কারখানায় ৪৫০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৬. ফ্রেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস এন্ড ওয়্যার ॥ তুরস্ক, চীন এবং ভারত থেকে আমদানিকৃত সর্বাধুনিক মেশিনারি দ্বারা প্রস্তুত বাংলাদেশে প্রথম ওভেন সিস্টেম ওয়েল্ডিং ইলেকট্রোড (প্রতিমাসে ১০০০ টন) ও ফ্রান্স কোরড্্ আর্ক ওয়েল্ডিং ওয়্যার (প্রতিমাসে ৪০০ টন) এখানে তৈরি করা হচ্ছে। এখানে ১০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৭. মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড ॥ সর্বাধুনিক ইউরোপিয়ান মেশিনারি দ্বারা স্থাপিত এ কারখানা এলপিজি সিলিন্ডার প্রস্তুত এবং এলপিজি বোতলজাত করার একক বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। এখানে ১০০০০ টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন গুদাম রয়েছে, যা বাংলাদেশে এলপিজির বৃহত্তম স্টোর হাউস হিসেবে বিবেচিত। এর উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৩০০ টন এবং ১২ কেজি পরিমাণ সিলিন্ডার দৈনিক ৪০০ পিস। এখানে ৩৫০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৮. সোনারগাঁও শিপ বিল্ডার্স এ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড ॥ নৌপথে পণ্য পরিবহন সুগম রাখার জন্যে ইউরোপ এবং চীনের সর্বাধুনিক মেশিনারি দ্বারা নির্মিত এ কারখানায় ১০০০০ DWT ধারণ ক্ষমতাসম্পন্ন অয়েল ট্যাঙ্কার, কার্গো, শিপ, বাল্ক শিপ, গ্যাস শিপ, কন্টেনার শিপ প্রভৃতি তৈরি করা হচ্ছে। দেশীয় চাহিদার পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে এ জাহাজ রফতানির সুযোগ রয়েছে। এখানে ১২০০ দক্ষ জনবলের কর্মসংস্থান হয়েছে। ৯. ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২) ॥ জার্মানির সর্বাধুনিক মেশিনারি দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্মিত এ কারখানায় উন্নত মানসম্পন্ন, পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদিত হচ্ছে। এখানে দৈনিক ৮০০০ টন সিমেন্ট উৎপাদনসহ ১০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ সিমেন্ট দেশীয় চাহিদার যোগান শেষে ভারতেও রফতানির সুযোগ রয়েছে। এই কয়টি শিল্প কারখানা প্রতিষ্ঠায় প্রায় ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×