ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর

প্রকাশিত: ০৯:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর

সংস্কৃতি ডেস্ক ॥ চলছে দেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসর’। বাংলার বাউল গান দিয়ে সারাবিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আর আয়োজনে মাছরাঙা টেলিভিশন। যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন লোকসঙ্গীতের প্রচার এবং প্রসারে কাজ করে চলছে। এছাড়াও ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ম্যাজিক বাউলিয়ানা-২০১৯ এ রেজিস্ট্রেশন করেছিলেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে সারাদেশে অডিশন ও সিলেকশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডে এসেছেন সেরা ২৬ জন। তাদের গান শুনে বিচারকার্য পরিচালনা করবেন চন্দনা মজুমদার, বাউল শফি ম-ল এবং ড. নাশিদ কামাল। বাউল গানের এই আয়োজনের সবপর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে। এই রিয়েলিটি শোতে বিজয়ী তিন প্রতিযোগী দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে গান গাইবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে। ম্যাজিক বাউলিয়ানার ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার রেডিও দিন-রাত, ওয়ারড্রোব পার্টনার- বিশ্বর। প্রেস পার্টনার- কালের কণ্ঠ। অনলাইন মিডিয়া পার্টনার- বাংলানিউজ২৪.কম, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানা-এর ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা ফোন করুন টোল ফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০। এছাড়াও ম্যাজিক বাউলিয়ানার ইউটিউব পেজে আপলোড করা হয় প্রতিটি পর্ব, দেখা যাবে যে কোন সময়।
×