ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরের ইঙ্গিত থিয়েটারের ‘কাকদ্বীপের এক মা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৯:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 নাটোরের ইঙ্গিত থিয়েটারের ‘কাকদ্বীপের এক মা’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ নাটোরের কানাখালীর জেলা প্রশাসন আয়োজিত বইমেলা মঞ্চে গত ২৩ ফেব্রুয়ারি রবিবার রাতে ইঙ্গিত থিয়েটারের নতুন প্রযোজনা ‘কাকদ্বীপের এক মা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত ‘কাকদ্বীপের এক মা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন সুখময় বিপ্লু। ব্যতিক্রমী প্রযোজনা ‘কাকদ্বীপের এক মা’ নাটকের প্রথম সফল প্রদর্শনী হওয়ায় অনেকটাই উচ্ছ্বসিত নাটোরের ইঙ্গিত থিয়েটারের কর্র্মীরা। এদিন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নির্দেশক সুখময় বিপ্লু, জিল্লুর রহমান আলমগীর, জাফুরুল ইসলাম বুলবুল, মিঠু পোদ্দার, আশিস নিয়োগী এবং নাম ভূমিকায় অর্থাৎ মা চরিত্রে অভিনয় করেছেন গৌরপ্রিয়া পাে । উপস্থাপনায় ছিলেন কবি ও লেখক জাহিদুল মাসুদ এবং শব্দ সংযোজনায় ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন যথাক্রমে আদিত্য, তন্ময় কর্মকার, কবি সালেহীন বিপ্লব, সানু প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক নাটকটি গভীর মনোনিবেশ সহকারে উপভোগ করেন। নাটক মঞ্চায়নের সময় দর্শক সারিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নাটোরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও গুণীজন। প্রসঙ্গত, নাটোরের ইঙ্গিত থিয়েটারের শিশু-কিশোর সংগঠন ভোর হলো, নাটোরের নতুন নাটক মঞ্চায়নের পর নতুন এই নাটকটি দর্শকদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ জাগিয়েছে।
×