ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রন্থমেলায় ড. লিপন মুস্তাফিজের ‘ই-ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ’

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 গ্রন্থমেলায় ড. লিপন মুস্তাফিজের ‘ই-ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ’

সংস্কৃতি ডেস্ক ॥ ড. মুস্তাফিজ মুনির ওরফে লিপন মুস্তাফিজের শিক্ষা ও গবেষণা সহায়তামূলক ব্যতিক্রমী একটি গ্রন্থ এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে স্টুডেন্ট নলেজ প্রকাশনী। ‘ই-ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ’ নামের বইটি মূলত ২০১০ সালে বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে। বিশ্বের কোথায় কোথায় ই-ব্যাংকিং নিয়ে কাজ হয়েছে, ব্যাংকার কি ধরনের সেবা দিচ্ছে গ্রাহক কি সেবা পাচ্ছে, তাদের তৃপ্তি নিয়ে এই বইতে আলোচনা করা আছে। বইটি ছাত্র শিক্ষক, ব্যাংকার, গবেষকদের বিশেষভাবেজ আসবে। বাংলাদেশে এই বিষয়ে এর আগে এই ধরনের বই প্রকাশিত হয়েছে কিনা সন্দেহ আছে। ড. মুস্তাফিজ মনির ওরফে লিপন মুস্তাফিজের বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে পিএইচডি করছেন ই-ব্যাংকিংয়ের নিয়ে। পেশাগত জীবনে তিনি একজন সরকারী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করেন। এছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়ে থাকেন। গবেষক হিসেবে তার গবেষণাকর্ম দেশে বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে। দেশের জাতীয় পত্রিকাতে তাঁর কবিতা, গল্প ও ফিচার ছাপা হয়। লন্ডন থেকে ‘এনসাইক্লোপেডিয়া অব ম্যাথডস এ্যান্ড টেকনিক অব মডার্ন ব্যাংকিং’ নামক একটি বইয়ের নবম অধ্যায় তাঁর লেখা বইটি ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি দেশের জাতীয় দৈনিকে কলাম লেখেন।
×