ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জাতীয় নাট্যোৎসব

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 মুন্সীগঞ্জে জাতীয় নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুক্রবার শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাট্যোৎসবের মুন্সীগঞ্জ অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মাসব্যাপী জাতীয় নাট্যোৎসব চলছে। মুন্সীগঞ্জ পর্বে অংশ নিচ্ছে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, মুন্সীগঞ্জ থিয়েটার, সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্র ও হিরণ কিরণ থিয়েটার। পাশাপাশি রয়েছে ঢাকার বিখ্যাত নাট্যদল নাট্যধারার পরিবেশংনা। উদ্বোধনী দিনে রয়েছে দুইটি জন্যপ্রিয় নাটক মঞ্চস্থ হয়। উদ্বোধনী পরিবেশনায় হিরণ কিরণ থিয়েটারের ‘সিডর’ মঞ্চস্থ করে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী। দ্বিতীয় পরিবেশনা মুন্সীগঞ্জ থিয়েটারের নতুন প্রযোজনা ‘কমন প্রবলেম’। মূল গল্প অভ্র শংকর রায়। নির্দেশনায় দিয়েছেন দুলাল হোসেন। গত বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে ছিল একটি নাটক। ঢাকার বিখ্যাত নাট্যদল নাট্যাধারার পরিবেশন করে ‘চার্লি’। এটির রচনা ও নির্দেশনায় লিটু সাখাওয়াত। উৎসবের তৃতীয় দিন তথা শেষদিন রয়েছে আরও দুইটি পরিবেশনা। প্রথম পরিবেশনায় ছিল মুন্সীগঞ্জের অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন প্রযোজনা ‘সহি বড় বাদশাহী কাব্য’। রচনায় মমতাজ উদ্দিন আহম্মেদ ও নাটকটির নির্দেশনায় রয়েছে অপূর্ব সূচনা। শেষ পরিবেশনা সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্রের ‘ভেংচা ডট কম টু’। নাটকটির রচনায় আলমগীর মাহামুদ এবং নির্দেশনায় রয়েছে আহাম্মেদ ইউসুফ।
×