ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকবাল খন্দকারের ‘বই নবান্ন’ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৯:৫৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ইকবাল খন্দকারের  ‘বই নবান্ন’ শেষ  হচ্ছে আজ

সংস্কৃতি ডেস্ক ॥ মাসব্যাপী প্রচারিত অমর একুশে গ্রন্থমেলাভিত্তিক অনুষ্ঠান ‘বই নবান্ন’ আজ শনিবার শেষ হচ্ছে। অনুষ্ঠানটির নিবেদক অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান- কথাপ্রকাশ। আর অনুষ্ঠানটির উপস্থাপক কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। মূলত লেখক, প্রকাশক আর মেলায় আসা পাঠকদের সাক্ষাতকার নিয়েই এই আয়োজন। যেখানে থাকে সদ্য প্রকাশ হওয়া বইয়ের খোঁজ-খবরও। ‘কথাপ্রকাশ বই নবান্ন’ অনুষ্ঠানটি নতুন লেখকদের মত প্রকাশের মঞ্চও বটে। কারণ, নতুনরা এখানে কথা বলতে পারেন নির্দ্বিধায়। জানাতে পারেন নিজেদের নতুন বই সম্পর্কে। উল্লেখ্য, মফিজুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচার হয়ে আসছে গত ২ ফেব্রুয়ারি থেকে। আর আজ ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটির সমাপনী পর্ব। এ প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, আমরা চেষ্টা করেছি বইমেলার আমেজ দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে। কতটুকু পেরেছি, তা বিচার-বিবেচনার ভার দর্শকের ওপর ছেড়ে দিলাম।
×