ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গঙ্গা যমুনা নাট্যোৎসবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’

প্রকাশিত: ০৯:৫৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 গঙ্গা যমুনা নাট্যোৎসবে  ‘এ নিউ টেস্টামেন্ট  অব রোমিও  এ্যান্ড জুলিয়েট’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘এম্পটি স্পেস’ থিয়েটারের প্রথম প্রযোজনা ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ নাটকটি কলকাতার অনিক আয়োজিত দ্বাবিংশ গঙ্গা-যমুনা নাট্যোৎসবে মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে। ভারতের কলকতার তপন থিয়েটারে উৎসবটি আয়োজন করা হয়েছে। আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নাটকটির মঞ্চায়ন হবে। সাইমন জাকারিয়া রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য নির্দেশক নূর জামান রাজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোলাম শাহারিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নূর জামান রাজা, লোবা আহম্মেদ, ফকির বিপ্লব, সরদার বাপ্পি, আরিফুল ইসলামসহ আরও অনেকে। নাটকের মঞ্চ সজ্জা, আলোক ও পোশাক পরিকল্পনা এবং আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন নির্দেশক নূর জামান রাজা। উইলিয়াম শেক্সপিয়ারের ‘দ্য ট্রাজেডি অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ এর আখ্যান কে প্রশ্নবিদ্ধ করে লেখা হয়েছে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ নাটকটি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি। যিনি পূর্ণিমা রাতে কবর স্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা আর এই ঘটনা চক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সব শেষে শেক্সপিয়ার।
×