ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুর প্রতি ‘সহিংস আচরণ’ নিয়ে সংশোধনী

প্রকাশিত: ১০:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 শিশুর প্রতি ‘সহিংস আচরণ’ নিয়ে সংশোধনী

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশুর প্রতি সহিংস আচরণ বাড়ছে’ শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। এখানে সংহিস আচরণ বিষয়টি একাধিক ইন্ডিকেটরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। পনেরো বছরের নিচের শিশুদের অভিভাবক বা সেবা সংস্থা দ্বারা যেসব আচরণ বা ইন্ডিকেটরের শিকার হন তার মধ্যে রয়েছে শিশুকে ঝাঁকি দেয়া ৩১.৮ শতাংশ, শিশুকে লক্ষ্য করে চিৎকার বা ধমক দেয়া ৮৪.৬ শতাংশ খালি হাতে শিশুর নিচের অংশে আঘাত করা ৩৮.০ শতাংশ, শিশুকে নির্বোধ/হাবা, অলস বলা ২৭.৫ শতাংশ, শিশুর হাতে পায়ে আঘাত বা থাপ্পড় মারা ৩৮.০ হাতে বা পায়ে আঘাত ২৮.৬ ও যত কঠোরভাবে সম্ভব শিশুকে বারবার প্রহারের হার ৫.০ শতাংশ। এখানে আচরণগত সংশোধনে সার্বিক বা গড় ৮৮.৮ শতাংশ। অর্থাৎ নেতিবাচক অর্থে সহিংস আচরণ নয়, পারিবারিক শাসন হিসেবে আচরণ সংশোধন মনে করেন প্রকল্প পরিচালক মাসুদ আলম। এ ধরনের আচরণগত শাসনে নেপালে গড়ে ৮২, পাকিস্তানে ৮১ ও আফগানিস্তানে ৭৪ শতাংশ।
×