ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরায় হঠাৎ বিস্ফোরণ

রাজধানীতে গ্যাস লিকেজ ॥ আতঙ্ক যানজট

প্রকাশিত: ১২:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীতে গ্যাস লিকেজ ॥ আতঙ্ক যানজট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা ও ঝিগাতলায় দুটো গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ওই এলাকায় বেশ কিছু সময় আতঙ্ক বিরাজ করে। এবং লিকেজের কারণে এলাকায় যানজট দেখা দেয়। জানা গেছে শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার হাউস বিল্ডিং সড়কে হঠাৎ এ বিস্ফোরণ হয়। পাশেই মেট্রোরেলের কাজ চলছিল। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ঝিগাতলার মিষ্টির দোকানের মোড় সড়কেও গ্যাসলাইন লিকেজ হওয়ায় রাস্তা ফেটে উঁচু হয়ে গেছে। ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে সড়কটিতে এরকম অবস্থার সৃষ্টি হলেও সেটি সমাধানে রাতে এ সংবাদ লেখা পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ধানমন্ডি জোনের উপ-প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, শোনার পরই ব্যবস্থা নিয়েছি। ওই এলাকার বাসিন্দারা জানান, কয়েকমাস ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে গ্যাসলাইন লিকেজের ঘটনা ঘটেছে। কিন্তু কোন সমাধান হয়নি।
×