ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম প্রায় তিন গুণ বৃদ্ধি করায় ১৪ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৩৪, ২১ মার্চ ২০২০

পেঁয়াজের দাম প্রায় তিন গুণ বৃদ্ধি করায় ১৪ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ দেশ জুড়ে করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রায় তিন গুণ বৃদ্ধি করায় ১৪ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার সকাল ৬টায় যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, করোনার কারণে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকের মধ্যেই এক দিনে কয়েকমাসের বাজার করার প্রবণতা দেখা গেছে। এই সুযোগে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম ৩-৪ গুণ বাড়িয়ে দিয়েছে। সারোয়ার আলম জানান, গত বুধবার ও বৃহস্পতিবার পেঁয়াজের পাইকারি বাজারে প্রতি কেজি ২৮ থেকে ৩১ টাকায় বিক্রি হচ্ছিলো। আর শুক্রবার তারা এই পেঁয়াজ বিক্রি করেছেন ৬৫ থেকে ৬৮ টাকা কেজি। খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। অথচ বর্তমানে পেঁয়াজের সিজন। দেশে মজুদ পর্যাপ্ত থাকার পরও ব্যবসায়ী, আড়তদার মিলে দাম বাড়িয়ে দিয়েছেন। এসব অভিযোগে এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫ জনকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি জানান, আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই করোনা ভাইরাস বা মানুষের অতিরিক্ত কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও জনগণ ও ক্রেতাদের অনুরোধ করব আপনারা একইসঙ্গে ২-৩ মাসের বাজার করবেন না। আপনারা সর্বোচ্চ ৭ দিনের বাজার করতে পারেন। সবাই এভাবে কেনাকাটা করতে গেলে দাম বাড়িয়ে ফেলবে তারা। ক্রেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছি। কে কত টাকা নিচ্ছে তা নজরদারি করছি। সব ক্রেতাদের অনুরোধ করছি, আপনারা ভাউচার ছাড়া কেউ পণ্য ক্রয় করবেন না। আমরা দেখতে চাই, কে কোন পর্যায়ে কত টাকা বাড়িয়েছেন।
×