ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে হবিগঞ্জে চা বাগানে বহিরাগতদের প্রবেশ নিষেধ

প্রকাশিত: ০৪:২৯, ২৮ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে হবিগঞ্জে চা বাগানে বহিরাগতদের প্রবেশ নিষেধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ উৎপাদনশীল চা শিল্পের চা শ্রমিকদের করোনা ভাইরাস প্রতিরোধে এখনো ছুটি দেওয়া হয়নি। এ অবস্থায় চুনারুঘাটের লস্করপুর ভ্যালীর ২৪টি চা বাগানে চলছে চা উৎপাদন ও পাতা চয়ন। চলতি মাসে মওসুমের শুরু হয়েছে। ভ্যালীর চা বাগানগুলোতে প্রায় ৪০ হাজার চা শ্রমিক এখন পুরোদমে কাজ করছেন। তাদের নিরাপত্তায় চা বাগানগুলো মাস্ক, সাবান এবং সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি সন্ধা ৬ টার পর চা বাগানে সকল দোকানপাট, অফিস ক্লাবসহ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরও চা শ্রমিকরা ঝুঁকির মধ্যে রয়েছেন বহিরাগতদের আনাগোনায়। এ অবস্থায় ভ্যালীর চা বাগানগুলোতে বহিরাগতদের নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভ্যালীর সভাপতি ও চন্ডিছড়া চা বাগান সিনিয়র ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন। তিনি জানান, চা বাগানের শ্রমিকদের মধ্যে কখনোই এ ভাইরাস ছড়াবে না যদি বহিরাগতরা বাগানে না আসে। কারণ বাগানে শ্রমিকরা ছাড়া আর কেউই নেই। তাই চা শ্রমিকদের নিরাপদ রাখতে আমরা চা বাগানে বহিরাগতদের আসতে নিষেধ করে দিয়েছি। বিষয়টি প্রশাসনকেও জানিয়েছি। তিনি জানান, চা শিল্প একটি উৎপাদনশীল শিল্প। সরকারের নির্দেশ রয়েছে চা বাগানগুলো খোলা রাখার জন্য। আমরা চা শ্রমিকদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করছি।
×