ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করেনার প্রভাবে জনমানবহীন এক অনন্য সুন্দর সৈকত নতুন কুয়াকাটা

প্রকাশিত: ০৪:৩০, ২৮ মার্চ ২০২০

করেনার প্রভাবে জনমানবহীন এক অনন্য সুন্দর সৈকত নতুন কুয়াকাটা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ গোটা সৈকতে সুনশান নীরবতা। নেই কোলাহল। জনমানবহীন। পিনপতন নিস্তব্ধতায় কাঁকড়ার দল আল্পনা এঁকেছে গোটা সৈকতের বেলাভূমে। যেন যুগ যুগ পরে নিজেদের সৈকতকে ফিরে পেয়েছে কাঁকড়ার দল। লাল, খয়রি কিংবা ধুসর রঙের কাঁকড়ার মিছিল এখন সৈকতজুড়ে। ছবি তোলার সময়টুকু দিচ্ছেনা, সন্তর্পনে দৌড়ে ছুটছে বালুর নিচের বাড়িতে। কখনও ফের উঁকি দেয়। যেন নিজেদের বাড়ির দখল নিজের মতো করে ফিরে পেয়েছে। প্রকৃতির লীলাভূমি কুয়াকাটা সৈকতের দীর্ঘ বেলাভূমে এখন প্রকৃতি যেন সবকিছু উজাড় করে সুন্দরের ডালি মেলে ধরেছে। স্বচ্ছ, পরিপাটি সৈকতের যতদুর চোখ যায় সব যেন খা খা করছে। রোদের কারণে চোখে ঝিল ধরে যায়। নেই কারও পদচারণা। মরণঘাতি করোনার বিস্তার রোধে ১৯ মার্চ থেকে লকডাউনের পর থেকে জীববৈচিত্র তাঁদের সৈকতকে নিজেদের মতো ফিরে পেয়েছে। কোলাহলমুক্ত সৈকতের বেলাভূমে অনবরত আছড়ে পড়ছে সাগরের মৃদু ঢেউ। ঢেউয়ের শো শো শব্দে এক ধরনের শীহরণ জাগে মনেপ্রাণে। এখন যেন এক আলাদা সৈকত কুয়াকাটা। কখনও দু’একটি জেলে নৌকার দেখা মেলে সাগর অভ্যন্তরে। ভিন্ন এক চেহারায় দেখা মেলে অনন্য সৌন্দর্য প্রকৃতির লীলাভূমি কুয়াকাটা। গভীর রাত অবধি যে সৈকতপার ছিল হাজারো পর্যটক-দর্শনার্থীসহ প্রকৃতিপ্রেমিকদের পদচারণায় মুখরিত, সেই সৈকত এখন যদিও প্রাণহীন। কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এক সৈকত। যা দেখলে এক কথায় প্রাণ জুড়িয়ে যায়। মনপ্রাণ যায় শান্ত হয়ে। মনে জাগে এক অনাবিল সুখের প্রশান্তি।
×