ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে করোনারোধে র‌্যাবের বৃত্ত কার্যক্রম, সতর্কতামূলক প্রচারণা

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ মার্চ ২০২০

কিশোরগঞ্জে করোনারোধে র‌্যাবের  বৃত্ত কার্যক্রম, সতর্কতামূলক প্রচারণা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জে র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক ডিউটির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে বিভিন্ন এলাকায় বৃত্ত কার্যক্রম চালানোসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে জেলা শহরের উবাই পাক, রামপুর বাজার, হোসেনপুর উপজেলার চৌরাস্তা, হোসেনপুর বাজার ও থানা এলাকা, করিমগঞ্জ উপজেলা সদর বাজার, গুজাদিয়া বাজার ও দেওয়ানগঞ্জ বাজার এবং সদরের একরামপুর, পুরানথানা, জাহাঙ্গীর মোড়, নগুয়া, জেলা স্মরণীর মোড়, কাচারী বাজার, বিন্নাটি, জেলখানার মোড় ও বৌলাইসহ বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি মাইকিংসহ অন্যান্যভাবে জনগণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যাপক প্রচারণা চালাচ্ছে। অপরদিকে কিশোরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি ও জেলা ছাত্র ইউনিয়ন যৌথভাবে করোনো প্রতিরোধ সেল গঠন করেছে। ১০ সদস্যের এ সেলের প্রধান জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম জানান, দেশের প্রতিটি দুর্যোগময় মুহুর্তে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সাহসের সাথে এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জনসাধারণকে করোনা ভাইরাস সংক্রান্ত পরামর্শ প্রদান, দ্রুত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগসহ সবধরণের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা পার্টির উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাছাড়া ছাত্র ইউনিয়নের উদ্যোগে দরিদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাব সচেতনতামূলক নানামুখী প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রচারণাকালে মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে উৎসাহিত করার পাশাপাশি মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান, হোম কোয়ারেন্টাইন অনুসরন, বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখা, হ্যান্ডওয়াশ, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা, ঠান্ডা, কাশি, জ্বর, সর্দির ঔষধ ঘরে রাখতে এবং প্রয়োজনীয় কাজ ব্যতীত অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকাসহ নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয়ে একের থেকে অন্যের দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
×