ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক পানি ছিটানো হয়

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ মার্চ ২০২০

উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক পানি ছিটানো হয়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদ এবং ঢাকাস্থ বৃহত্তর ঈদগাঁহ সমিতির যৌথ উদ্যোগে ঈদগাহ বাজার, বাস স্টেশন, জাললাবাদ ফরাজী সড়ক ও জালালাবাদের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি সমুহে দিনভর করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পানির ড্রাম বসানো ও পুরো বাজার জুড়ে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এবং সমিতির মুখপাত্র হিসেবে মেজবান উদযাপন কমিটির আহবায়ক সেলিম উল্লাহ সুজন এবং সদস্য সচিব রাশেদুল হক রাসেল দিনব্যাপী সচেতনতামূলক শনিবার এ কর্মসূচীর নের্তৃত্ব দেন। কর্মসূচী চলাকালীন উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলি, ঈদগাহ বাজার পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সহসভাপতি রায়হান আমিন। আয়োজকদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহযোগিতা করায় ডাক্তার ইউসুফ আলির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। উখিয়া থেকে সংবাদদাতা জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ। করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষ গুলো বাড়ী থেকে বের হতে পাচ্ছে না। তাদের হাতে কোন কাজ কর্ম নেই। পরিবার -পরিজন নিয়ে কোন রকম জীবন যাপন করছেন। উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেড় হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের প্যাকেট তুলে দেয়া হয়েছে। শনিবার দুপুরে উখিয়া স্টেশনে রিকশাচালক, ভ্যান চালক, হতদরিদ্র মানুষের মাঝে প্যাকেট বিতরন করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন। উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইব্রাহীম আজাদ, আবু বক্কর, মো: ইসহাক, আলমগীর ফরিদ নিঝুম ও সাদ্দাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
×