ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবাই এগিয়ে এলে করোনা ভাইরাস মোকাবিলা সম্ভব ॥ মেয়র আতিক

প্রকাশিত: ০৪:৫৮, ২৮ মার্চ ২০২০

সবাই এগিয়ে এলে করোনা ভাইরাস মোকাবিলা সম্ভব ॥ মেয়র আতিক

অনলাইন রিপোর্টার ॥ সবাই এগিয়ে এলে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। একইসঙ্গে তিনি ভাইরাস ধ্বংসে জীবাণুনাশক ছিটানো প্রধান কার্যক্রম বলে উল্লেখ করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর-১৪, ইব্রাহিমপুর ও ভাষাণটেক এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে কার্যক্রম চালায় নৌবাহিনী। ওই কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের আতিক এ কথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই এগিয়ে এলে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব। তাই জীবাণু ধ্বংস করার জন্য প্রতিনিয়ত জীবাণুনাশক ছিটাতে হবে। এই প্রক্রিয়া সেনা, নৌবাহিনী, পুলিশ ও সিটি করপোরেশন সবাই মিলে চালিয়ে যেতে হবে‌। বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে মেয়র বলেন, যার যা কিছু আছে, তা নিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় নেমে পড়তে হবে। আমরা দেখেছি, একটি পিকআপ ভ্যানে ট্যাংক সেট করে সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এছাড়া রিকশা ও ভ্যানে করেও জীবাণুনাশক ছিটাতে দেখেছি। তিনি বলেন, শনিবার বিকেলে গুলশান-বনানী ডিপ্লোমেটিক জোনে জীবাণুনাশক স্প্রে করবে নৌবাহিনী। এতে করে ডিপ্লোমেটিক এলাকার বাসিন্দাদের করোনা মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়বে। দেশের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি। আমরা যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। আমাদের ভুলে গেলে চলবে না, সামনে কিন্তু এডিস মশার মৌসুম আছে। সুতরাং গতবছর যে কার্যক্রম শুরু করেছিলাম, ‘তিন দিনে, এক দিন, জমে থাকা পানি ফেলে দিন’, এটা ফলো করুন। এটি আমাদের অনুশীলন করতে হবে। এরইমধ্যে সিঙ্গাপুর করোনার পাশাপাশি এডিস মশা নিধনের কার্যক্রম শুরু করেছে।
×