ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিদেশ বিভাগের সব খবর

ব্যারিস্টার খালেদ লন্ডনের টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার

ব্যারিস্টার খালেদ লন্ডনের টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ। বুধবার (১৫ মে) সন্ধ্যায় লন্ডনের হোয়াটচ্যাপেলে টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে ২০২৪-২৫ পৌর বর্ষের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন খালেদ।   তিনি কাউন্সিলর জাহেদ বখত চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় নতুন তিন জন কাউন্সিলরকে কেবিনেটে অন্তর্ভুক্ত করা হয়। এরা হচ্ছেন- কাউন্সিলর শাফি আহমেদ (এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমার্জেন্সি), কাউন্সিলর মুসতাক আহমেদ (জবস্, স্কিলস্ এন্ড গ্রোথ) এবং কাউন্সিলর কামরুল হোসেইন (রিক্রিয়েশন এন্ড কালচার)।

চাঁদেও চলবে ট্রেন !

চাঁদেও চলবে ট্রেন !

এবার চাঁদের বুকে চলবে ট্রেন। চাঁদের মাটিতে রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এরই মধ্যে সেখানে রেল ব্যবস্থা পরিচালনার সব পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই রেলপথে সহজেই স্বয়ংক্রিয়ভাবে যাতায়াত করা যাবে বলে জানায় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।  সম্প্রতি এক প্রতিবেদনে নাসা জানায়, চাঁদের সেই রেলে চলবে রোবট ট্রেন। আগামী ত্রিশের দশকে সেখানে ঘাঁটি বানিয়ে গবেষণা করার পরিকল্পনা রয়েছে নাসার। এরই অংশ হিসেবে সেখানে দ্রুত ও সহজে যন্ত্রাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য রেল ব্যবস্থা রাখা হবে।  পৃথিবী থেকে মঙ্গলে যান পাঠিয়ে গবেষণা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদে থেকে সেই গবেষণা আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। সে কারণে সেখানে ঘাঁটি বানাতে চাইছেন তারা। আর তাতে কাজে লাগানো হবে রোবোটিক লুনার সারফেস অপারেশনস। নাসা বলছে, এরই মধ্যে ফ্লেক্সিবল লেভিটেশন অন-আ-ট্রাক (এফএলওএটি) ব্যবস্থা চালুর ব্যাপারেও আলোচনা করা হয়েছে। এই ব্যবস্থায় তিন স্তরের রেললাইনের ওপর দিয়ে সহজে এবং কোনো বাধা ছাড়াই যেতে পারবে রোবট ট্রেন।  এ ছাড়া সৌর প্যানেলও থাকবে। আর এসব ট্রেন হবে বিশেষভাবে তৈরি। এটি কাউকে নিয়ন্ত্রণ করতে হবে না, নিজে নিজেই কাজ করবে। সেখানে থাকবে রেলস্টেশন। আর এসব ট্রেন কাজ করবে ম্যাগনেটিক ব্যবস্থায়।   ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, চাঁদ নিয়ে ডারপা’র ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনার অংশ এটি। ভবিষ্যতে চাঁদের অর্থনীতিকে সমর্থন করা এর লক্ষ্য।  বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে নিজেদের স্থায়ী উপস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ দশক শেষ হওয়ার আগেই চাঁদে নিজস্ব ঘাঁটি গড়ে তুলতে এরই মধ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে আমেরিকা ও চীন। এ ছাড়া আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ করছে নাসা। নর্থরোপ গ্রাম্যান এক বিবৃতিতে জানায়, পরিকল্পিত এ রেলপথ নেটওয়ার্কটি চন্দ্রপৃষ্ঠজুড়ে বাণিজ্যিক উদ্যোগ বাস্তবায়নের জন্য মানুষ, পণ্য ও বিভিন্ন সম্পদ পরিবহন করতে পারবে। এটি আমেরিকা ও তার আন্তর্জাতিক অংশীদারদের পরিকল্পিত মহাকাশ অর্থনীতিতে অবদান রাখবে।  লুনার আর্কিটেকচার ক্যাপাবিলিটি স্টাডি (লুনা-১০) প্রকল্পে বাছাই হওয়ার পর কোম্পানিটি এখন চাঁদের পৃষ্ঠে পুরোপুরি কাজ করবে এমন এক রেল ব্যবস্থার প্রোটোটাইপ তৈরির কাজ করছে। এ ছাড়া চাঁদে একটি ট্রেন নেটওয়ার্ক নির্মাণ, পরিচালনা ও মেরামতের বিভিন্ন উপায় পরীক্ষা করে দেখবে কোম্পানিটি।

ফোর্বসের তালিকায় স্থান পেলেন ৯ বাংলাদেশী

ফোর্বসের তালিকায় স্থান পেলেন ৯ বাংলাদেশী

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস তাদের ‘অনূর্ধ্ব-৩০ এশিয়া’ তালিকার নবম সংস্করণ প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশী। এই তালিকায় এশিয়ার ৩০ বছরের নিচের ৩০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের কেউ তরুণ উদ্যোক্তা, নেতা এবং আবিষ্কারক। তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের কাজের মাধ্যমে নতুনত্ব এবং পরিবর্তন এনেছেন। বিভিন্ন খাতে অবদান রাখায় এই ৯ বাংলাদেশী এই তালিকায় জায়গা পেয়েছেন। তারা হলেন- আনুশা আলমগীর, মেহেদি স্মরণ, রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী, এমডি তুষার, সুলতান মণি, মুমতাহিনা আনিকা ও ফাহাদ আহমেদ।   আনুশা আলমগীর আর্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী আনুশা ২০২৩ ভেনিস বিয়েনেলে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র নারী বাংলাদেশী ছিলেন। তার ‘পর্দা’ চলচ্চিত্রটি মুসলিমদের পর্দানশীলতার ওপর ভিত্তি করে নির্মিত হয় এবং এটি বেশ আলোচিত হয়।